《Dekho Manashi》歌词

[00:00:00] Dekho Manashi - Fossils
[00:00:18] দ্যাখো মানসী
[00:00:20] ওই দিগন্তে দ্যাখো
[00:00:22] ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি
[00:00:27] ওই পাখিটাও পোষ মেনেছিল একদিন ভালবাসায়
[00:00:37] ভালবাসা বলবে কি অন্ধ আকর্ষণ
[00:00:41] করতে চাই না আমি তর্ক ভীষণ
[00:00:44] আমার দিক থেকে আজও তোমাকেই
[00:00:48] ভালবেসে যাই
[00:00:53] ভালবাসা না হলে কি অনুশাসনের যুগে হঠাৎ
[00:00:59] বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে
[00:01:02] মনে মনে লেখা হাজারটা চিঠি
[00:01:06] তোমাকে পাঠাই
[00:01:11] সে চিঠি পাওনি তুমি আজকে বুঝেছি যখন
[00:01:15] সময় চলে গেছে তোমাকে নিয়ে
[00:01:19] আমার থেকে বহুদূরে তুমি
[00:01:22] দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
[00:01:27] আমার থেকে বহুদূরে তুমি
[00:01:30] দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
[00:01:36] আমার থেকে বহুদূরে তুমি
[00:01:39] দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
[00:02:01] অজানা কী নীল ফুল
[00:02:03] গোছাগোছা ছিল আঁকা তোমার পোশাকে
[00:02:07] তুমি পরে আসতে সবসময়
[00:02:13] সবসময়
[00:02:18] সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছ মনে
[00:02:22] আমার জীবনে আর সে নীলকে ভুলবার নয়
[00:02:30] বাতাস তোমার আসবার কথা বয়ে আনলেই
[00:02:35] আমি অপেক্ষা করতাম
[00:02:37] তোমায় ছোঁয়ার
[00:02:42] ছোঁয়ার
[00:02:47] তুমি পাশে এসে বসতেই কেটে যেত সময়টা
[00:02:51] আর এভাবেই কেটে গেছে সময় আমার
[00:03:03] শোনো মানসী শোনো কারও হাহাকার
[00:03:07] দরজার কাছে দাঁড়িয়ে আমার সাথে
[00:03:10] আরেকবার শুধু একবার
[00:03:19] দ্যাখো মানসী
[00:03:21] ওই দিগন্তে দ্যাখো
[00:03:23] ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি
[00:03:27] শুধু তোমার ক্ষমতা আছে
[00:03:30] পাখিটাকে কাছে ডাকবার
[00:03:35] শুধু তোমার ক্ষমতা আছে
[00:03:38] পাখিটাকে ঘরে ফেরাবার
[00:04:00] মানসী তোমার সাথে আলাপচারিতা শুরু
[00:04:04] সেই যে হয়েছে
[00:04:05] তাকে শেষ করা যায়নি আজও
[00:04:12] আজও
[00:04:16] মানসী জানি না কোথায় তুমি
[00:04:19] এ মুহূর্তে অনিশ্চয়তা নিয়ে
[00:04:22] কেমনভাবে বেঁচে আছ
[00:04:29] তোমার চলে যাওয়ার আকস্মিকতায়
[00:04:33] ভেঙে গেছি আমি আর
[00:04:34] শেষ হয়ে গেছে প্রত্যয়
[00:04:40] প্রত্যয়
[00:04:45] মৃত্যুভয় আমার কোনওদিন ছিল না
[00:04:49] জাঁকিয়ে বসেছে আমায় এখন
[00:04:52] জীবনের ভয়
[00:05:01] শোনো মানসী শোনো কারও হাহাকার
[00:05:05] দরজার কাছে দাঁড়িয়ে আমার সাথে
[00:05:08] আরেকবার শুধু একবার
[00:05:17] দ্যাখো মানসী
[00:05:19] ওই দিগন্তে দ্যাখো
[00:05:21] ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি
[00:05:25] শুধু তোমার ক্ষমতা আছে
[00:05:27] পাখিটাকে কাছে ডাকবার
[00:05:33] শুধু তোমার ক্ষমতা আছে
[00:05:35] পাখিটাকে ঘরে ফেরাবার
[00:05:50] ভালবাসা না হলে কি অনুশাসনের যুগে হঠাৎ
[00:05:54] বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে
[00:05:58] মনে মনে লেখা হাজারটা চিঠি
[00:06:01] তোমাকে পাঠাই
[00:06:06] সে চিঠি পাওনি তুমি আজকে বুঝেছি যখন
[00:06:10] সময় চলে গেছে তোমাকে নিয়ে
[00:06:13] আমার থেকে বহুদূরে তুমি
[00:06:16] দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
[00:06:22] আমার থেকে বহুদূরে তুমি
[00:06:24] দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
[00:06:29] আমার থেকে বহুদূরে তুমি
[00:06:32] দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
[00:06:37] আমার থেকে বহুদূরে তুমি
[00:06:40] দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
[00:06:45] আমার থেকে বহুদূরে তুমি
[00:06:48] দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
您可能还喜欢歌手FOSSILS的歌曲:
随机推荐歌词:
- Darling [My Pet Dragon]
- 错在不会错 [马浚伟]
- JCB & Kansas On The Bus #2 [Frank Zappa]
- Jigga What Faint (Live) [Linkin Park]
- Waves Of Love [Magnus Carlsson]
- 为了梦想 [赵洪武]
- 唇印 [雷婷]
- CIE [Milczenie Owiec]
- 紧急集合号 [铃声]
- Billy 7 [Bob Dylan]
- La Nina Isabel [Chavela Vargas]
- Soldier Boy [Elvis Presley]
- Wap-dou-wap, tu aimes le Twist [Johnny Hallyday]
- Macarena(Bayside Boys Mix) [Party All Night]
- From the Ritz to the Rubble [Classic Rock&Indie Rock&T]
- Was There A Call For Me [Bobby Darin]
- Girls Are Sick [Bondage Fairies]
- MC苏子辰一人我六神无主 [MC苏子辰]
- Seti se [Amadeus Band]
- 出发 [郑夏韵]
- ( ) []
- 爱着你想着你(探戈舞曲) [茹雪]
- Silent Night [Glen Campbell]
- Shirley Horn I Fall In Love [Shirley Horn]
- 空楼 [三儿]
- 毕业后的我们 [白宏哲]
- Breath [Pearl Jam]
- Júrame [Emilio Navaira]
- Majestic Rain [Mock Orange]
- My Eileen Is Waiting For Me [Hugo Duncan]
- Alexander Graham Bell [Brian Connolly]
- The Singing Hills [Slim Whitman]
- Bongga Ka Day [Ogie Alcasid]
- See the Day [Graveyard]
- Cheira a Lisboa [Nádia Evaristo]
- Christmas Wrapping(Tribute Version) [Ameritz Tribute Standards]
- Mar y Arena(En Vivo) [Ana Gabriel]
- Down Hearted Blues [Bessie Smith]
- DANCE [瞳乐团]
- I still believe~叹息~ [动感新势力 系列]
- Hold On [Shel&Gareth Dunlop]
- Wrap It Up(Live) [The Robert Cray Band]